অনেক লিখেছো বন্ধু—
কাব্য কাহিনী , নাটক সংলাপ
ব্যর্থ প্রেমের ইতি কথা
জলের বিন্দুতে ছুঁড়ে দিয়েছো
রামধনুর নৈতিকতা ,
অনেক লিখেছো বন্ধু।
আঁধার গলির বস্তি যেখানে
ছেঁড়া চটে আব্রু ঢাকা —
অবাঞ্ছিত আঁতুর কেঁদে কেঁদে মরে
জীবন প্রবাহ অরক্ষিত রাখা ।
তুমি কি দেখেছো বন্ধু!
এখানে শকুনের দল রাত প্রহরী
শঙ্কায় জীর্ণ ঘর
এখানে লজ্জাবতীর কোনো স্থান নেই
শেয়াল গুপ্তচর ।
তুমি কি দেখেছো —
আদুল শরীর গামছা-শাড়িতে ঢাকা ।
বাসি ভাতে আধখানা পেঁয়াজ
সাবলীল দিনের ইতিহাস রাখা ।
রাত-পুরুষের লোলুপ দৃষ্টি
ওদের অঙ্গ জুড়ে
ওদের শরীর বেচা রাত কেটে যায়
একটা দিনের আশা করে ।
বন্ধু…..তুমি কি শুনেছো !
ডাস্টবিন পাশে অসহায় শিশুর কান্না!
খাদ্যহীনা নির্বসনা
দু-চোখে অশ্রু নয়
রক্ত তরল বন্যা ।
ওদের ভাঙা উঠোনে একবার এসে দেখো —
এখানেও জীবন বাঁচে
বনস্পতির গাত্রে যেমন
ব্রতী জীবন রচে ।।