বন্ধু যদি বদমেজাজী, মেজাজ হারিও না
ক্রাশ খেয়ে ক্রাশ উগরে দিও মন্দ হবে না।
বন্ধু যদি উপকারী, হাত পেতে প্রেম নিও
একটু বেশী ই ভাব জমিও মাথায় তুলে রেখো।
ভাল্লাগে না বললে বন্ধু উপহারটা দিও
পছন্দের লোক তুমি ই হবে হিসেব মিলিয়ে নিও।
জীবনসাথী মনের মতন চাইলে কি কেউ পায়
ভালো লাগার মানুষ দেখি দুনৌকায় পা দেয়।
মিশুক হবে মনের মানুষ মনের কথা বলে
সুখী মানুষ তাই তো দেখি ইচ্ছে মতন চলে।
মোটামুটি ভালো মানুষ অবসাদে ঢলে
গায়েপড়া স্বভাব হলে লোকে মন্দ বলে।
ঝগড়ুটে আর হিংসুটে ভাব মোটেই ভালো নয়
অযোগ্য আর সেয়ানা হলে তাকেই বড়ো ভয়।
দেখলে হিংসা হয় আবার গা ও জ্বলে যায়
বিশ্বাস করা কঠিন বৈকি জীবনসাথী নয়।
দায়িত্ববান সুজন প্রেমিক ঝকঝকে ফিট স্মার্ট
এমন সঙ্গী খুঁজে পেলে তারই ধরো হাত।
লোভী পেটুক ঘুম কাতুরে অলস জামাই নয়
পরিশ্রমী মেধাবী মন তারাই ভালো হয়।
মারকুটে লোক চন্ড রাগী ধৈর্য নেইকো যার
ভুলেও তুলে নিও নাকো তার দেওয়া উপহার।
জাত বেজাতের চিন্তা যদি মনে বাঁধে বাসা
ভয় তো আছে বিপদ আছে সাথী পাবে খাসা।
স্বচ্ছ চিন্তা ভাবনা হলে বিপদ ছোঁবে না
জীবনসাথী বাছতে গিয়ে ভুলটি কোর না।।