চেনা ছকের ঘর গুলো আজ বড়োই অচেনা,
মুখোশধারী মুখের আড়ালে রাজা কিম্বা সেনা।
বর্মধারী কর্মী সাজা,অস্থিচর্মসার—
মুখে মধু,মনেতে সাজানো বিষের পসার।
সাপলুডো খেলায় ইচ্ছে করে হারি!
লুপ্ত সম্পর্কের ভিতের উপর ইমারত গড়ি।
রংতুলি দিয়ে আঁকা যত্নের অবয়ব—
অবহেলা আর অযত্নের মেকি জ্যান্ত শব।
আবেগের চাকায় দিয়েছি লাগাম কষে,
উচাটন মন এখন শুধুই আমার বশে।
আনুষ্ঠানিক শ্রাদ্ধ করি পুরাতন ভালোলাগার—
ব্যাকুল আমি বাঁচিয়ে রাখতে শত দুঃখের আগার।
আজ মুছে ফেলি মনের যত গ্লানি,
মরিচীকা লাগে তবু এক সমুদ্র পানি।
এসেছিলাম একা,যেতেও হবে একাকী—
বন্ধক রইল মায়া,জীবন দিল ফাঁকি।।