আমি কী যে করি জীবনতরী ভাসে দরিয়ায়
আমার দেহতরী রইলো পড়ি কেঁদে কে ভাসায়।
এসে ছিলেম কোন সকালে চেয়ে দেখি পলে পলে
সকাল পৌঁছায় সন্ধ্যা কালে,বেলা বহে যায়,
হেঁইও বলে সামাল দিও বন্ধু আমার নায়,
আমি কী যে করি জীবনতরী ভাসে দরিয়ায়।
না আমি এনেছি কিছু, ঘুরে মরি সোনার পিছু
আর শুধু কাঁদিলাম কিছু করি হায় হায়।
আমার জীবনতরী কেমন করি কোথায় ভেসে যায়।
কত কি যে জড়ো করি তার কিছু কি হিসেব করি,
আগাছা জঞ্জাল দেখি বাগান ভরে যায়।
ভেবেছিলেম ফুল সাজাবো জীবন হবে ফুলের মতো,
কাঁটা গাছই সারা হল কেমনে সরাই তায়।
এমনি আছি ভালো আছি দুঃখ সুখের জাল বুনেছি
শেষ দিনের কি কাম করেছি, সে তো বলা দায়
বেলা গেলে সন্ধ্যে হলে অন্ধকার সব ঘনিয়ে এলে
শুধু বিপদে এলে রক্ষা করো ডেকেছি তোমায়
প্রভু, ক্ষমো হে আমায়।
তুমি তো জেনেছ প্রভু, ধুলো খেলা করেছি শুধু,
কত সঙ সেজেছি প্রভু, সংসারের মায়ায়।
সন্ধ্যাকালে প্রভু বলে, ডাকি গো তোমায়
প্রভু উদ্ধারো আমায়।
কলিকালে কেমন তালে বেলা বহে যায়।
আমি কী যে করি জীবনতরী ভাসে দরিয়ায়।