হাতে সময় অল্প; করে যাই গল্প
মিথ্যে কথা আমি বলবো না
জীবনকে নিয়ে করি শুধু কল্পনা।
জীবনটা যেন একটা সাদা পাতা
নিজেরই অজান্তে লিখে যাই সেখানে কত কবিতা
এই মন যখন একলা রয়
কবিতারা সাথে মোর কথা কয়
দূর আকাশের প্রতি লক্ষ্য করে———-
তালগাছটাও আছে দাঁড়িয়ে হয়ে ঊর্ধ্বমুখী,
একা থাকা বোকা নয়————
বরং একার সঙ্গে একাই আজ সুখী।
আরো কত দিন যায় সুখী রোদ পড়ে রয়
গোধূলির দিশাতে সকল রোদ ছুটে যায়
আজ আর কেউ একলা নয়
সকল একাকিত্বের সাথেই কিছু অনুভূতি সাথী হয়।
ভ্রমর যখন একা রয় সাথে ছোটে গুঞ্জন
আমি যখন একা থাকি রাখি কবিতায় মন-
মন যখন পাথর হয় সময়টা কাতর হয়
শেষ বিকেলের কাছে—–
জ্যান্ত বাঁশির সুরও যেন ফিকে হয়,
চলন্ত ট্রেনটাও ছুটে যায় একা একা
সেই একা থাকাও একা থাকা ঠিক নয়;
তবু তারে বলি, যে সে একা—–সে যে একা——
আদতে আসল নীরব শ্রোতা——–
রেললাইন থাকে শুয়ে একা একা।
জীবনের শেষ প্রান্তে এসেও————-
না পাই যখন কারোর দেখা
এই জীবনটাকেও মনেহয়———–
রেললাইনের মতো বড় একা একা।