Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জামা || Banamali Nandi

জামা || Banamali Nandi

প্লাটাছে আকাশ,বাতাস,আলো
আশা,প্রত‍্যাশাও
তবু বাঁচতে হয়
ইচ্ছে অনাচ্ছার ভেতর
পথ ঘাট বাড়িঘর আত্মীয়
সরে যাচ্ছে অনেক দূর
আকাশ সিমানা পেরিয়ে

নীল আনলায় টাঙানো
জামাদের শহর,গ্রাম ও

মানুষ হতে চাইছে
সুতো,কাপড়ের পথ পেরিয়ে
তপ,তপ‍স‍্যা নেই
একদিন ছিল হয়তো বা আছেও
ভেতর গভীর অরণ‍্য ভুমি
রক্তক্ষয়ী ইতিহাস
সোজা হয়ে দাড়াতে চায়
পারে না
জামা,জামা নয়

সুতোর জন্মগত অধিকার থাকে
স্বদেশ ভাবনা
থাকে হেমন্তের চাঁদ
পরিশ্রমের শষ‍্য
ভাষা পরিধানে জামা মানুষ হয়ে ওঠে

এশহর নগর
দেশের শাসনব্যবস্থা,ধর্ম
রাজনীতি পুজা পার্বন
ঈশ্বরেদর সংসদ চালায়
একদল জামা

জামাদের চেয়ার থাকে
শাসনের দণ্ডমুণ্ড
ভগবান হতে চায়
ঘরভাঙে,ছঁড়েফেলে মেয়েদের অপমান ধুলোয়
অন্ধকার থেকে তুলে আনে
স্বভাব,নরম মাংসের নারী
রক্তে মেশায় হাজার পশুর দাঁত,নখ
প্রশাসন তাসের জোকার

সমাজতত্ত্ব মেরুদণ্ড হীনমন্যতায় ভুগছে চিন্ত ভাবনার জাহাজ তলিয়ে যাছে
মানবিকতার মৃত‍্যু ,লাশদের উল্লাস
পঁচা গলা মানুষ ঝাঁপ দেবে নদী সমুদ্রে
মেরদণ্ড, মস্তিষ্ক, স্নায়ুর রক্ত খাবে জামা পাড়ার শুকনির দল
এ পৃথিবী হয়ে যাবে জামাদের বসবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *