ওরে কানাই, চললি কোথায়
এতো মাঞ্জা দিয়ে,
দু’হাত ভরে ল্যাংচে ল্যাংচে
গুচ্ছের জিনিস নিয়ে!
নাগড়াই জুতো লাল পাঞ্জাবীতে
সাজখানা তোর খাসা,
ভূষিকালো গায়ের রঙে
টিয়ে পাখির নাসা।
খিচড়ে মেজাজ বিদ্রুপেতে
কানাই বলে দাদা,
সজারু কাঁটা চুলের স্টাইলে
লাগছে তোমায় হাঁদা।
কি বললি? সাবধান কানাই
মুখটা ধরবো চেপে,
আমায় কি ফেলনা পেলি
বলবি কথা মেপে।
তোর চাইতে কমটা কীসে
একটাই শ্বশুর বাড়ি ,
তুই নিচ্ছিস কাপড় ,মিষ্টি
আমি গয়না- শাড়ি।
আহা! দাদা,রাগছো কেন
ভায়রা ভাই বলে,
একটুখানি খুনশুটি তো তাই
চলে কৌতুক ছলে ।