বামুন- শূদ্রে লাগলো কড়চা
জাতের বড়াই করে,
টেক্কা দিতে খিস্তি ছুঁড়ে
শব্দ বোমা ঝরে।
ঠোঁট বেঁকিয়ে গোঁফ নাচিয়ে
শূদ্র বাবু বলে,
পৈতে ধারী ল্যাংচা মারি
সামনে এলি চলে?
সুতো গলায় মন্তর পড়ে
করিস পূজা নাকি,
জ্ঞানের দৌড়যে কতটা তোর
বুঝতে নেইরে বাকি।
পৈতে ধারী ভীষন ক্ষেপে
ধেয়ে এলো তেড়ে,
কোট প্যান্টালুন গোঁফধারী তুই
এসব বলার কেড়ে?
গোঁফ উঁচিয়ে রোষে শূদ্র
ওরে ভিখিরির বাচ্চা,
মুখের লাগাম না কষিসতো
দেবো ধোলাই আচ্ছা।
কথার ঝড়ে কথা ফুরায়
শ্রান্ত দুজন বসে,
জাতের বড়াই খামোখা ভাই
ভাবটা করি কষে।