অপার আকুলতায় একটা নিঃসঙ্গ নদী
বানভাসি হলে
ঢেউ স্রোতে গড়িয়ে যায় তার
গহীনে জমিয়ে রাখা জল
নিঃস্ব অতলে তৃষ্ণার হাহাকারে
ছড়িয়ে যায় জলের নিহিত অন্ধকার
ছড়িয়ে যায় ঢেউয়ের নীরব ক্রন্দন
ধুয়ে যায় জলের নির্ঝর অবগাহন
শুধু পায়ে পায়ে এগিয়ে চলা অলক্ত স্মৃতি
ও ছলাৎছল ঘুর্ণিতে পাক খাওয়া
নদী-জীবনের স্বপ্নগুলো
জলের সোনালি আর রুপোলি ফসল হয়ে
নদী যাপন করতে থাকে জল
যখন যেভাবেই বয়ে যাক নদী
যদি সে প্রকৃত জলারোহী হয়
নদীর কাছেই জন্ম ও মৃত্যুর মুহূর্ত নিয়ে
এই জীবনের বারবার জলেই আসা যাওয়া ।