Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জল সইতে || Subhash Mukhopadhyay

জল সইতে || Subhash Mukhopadhyay


দেখে যাতে তোমাদের কষ্ট না হয়
চোখে যাতে ভালো লাগে

তার জন্যে

আমার বুকে-বেঁধানো সমস্ত কাঁটায়
আমি গুঁজে দিয়েছি
একটি করে ফুল—

তোমরা হাসো |

শুনে যাতে তোমাদের দুঃখ না হয়,
কানে যাতে ভালো ঠেকে

তার জন্যে

আমার বুক-ভাসানো সমস্ত কান্নায়
আমি জুড়ে দিয়েছি
একটি করে সুর—

. তোমরা হাসো গো,
. আনন্দ করো |

আগুনে তো অনেক পুড়েছি
এবার যাব জল সইতে |

নঙর তুলে ফেলেছি
গাঙ থেকে দরিয়ার দিকে
ফেরানো আছে
আমার গলুইয়ের মুখ |

তোমরা এবার
আমার মনপবনের নাওটাকে
পায়ের ডগা দিয়ে একটু ঠেলে দিলেই
হৈ হৈ করে পালে বাতাস লাগবে ||



চালের বাতায় গুঁজে রেখে এসেছি
গাজীর পট

শিকের ওপর তোলা রইল
গুপীযন্ত্র

কালের হাত সেখানে পোঁছুতে না পৌঁছুতে
আমি ফিরে আসব |

সঙ্গে নিয়েছি চালচিঁড়ে
হুঁকোতামাক
আর মাছ ধরার জাল

আপাতত ওতেই চলুক |

ফুলছে ফুঁসছে ঢেউ—

একবার তুলছে মাথায়
একবার ফেলছে পায়ে |

. ও মাঝির পো,
. দরিয়া আর কতদূর ?

. ঘর-বার সমান রে বন্ধু
. আমার ঘর-বার সমান
. পায়ের নীচে একটুকু মাটি
. পেলাম না তার সন্ধান
. আমার সেই পোষা পাখি
. আকাশের নীল রঙে আঁকি
. যত্নে বুকে করে রাখি

. তবু কেন সে করে আনচান
. আমার ঘর-বার সমান



দিন আসে রাত আসে এইভাবেই যায়
দিন আসে রাত আসে এইবাবেই যায়

. জল সইতে যাই
. একবার এ-চরে
. একবার ও-চরে |

একটু করে ঘটে ভরি
আর কাপড়ের খুঁটে গেরো দিই |

পিটুলিতে-গড়া সুখসোহাগের ছিরিছাঁদে
সব-পেয়েছির নয়
সবাই-পেয়েছির দেশ গো !

মোহনার ঠিক মুখে
বিদ্যুতের বাঘনখে
আশমানে চেরাই হচ্ছে যখন আবলুশ কাঠ
ভয়ে চোখ বন্ধ করে আছে যখন তারার দল

ঠিক তখনই ধেয়ে এল বান —

. ও মাঝির পো,
. ভাটি ছেড়ে নাও কি যায়
. উজানে ?
. তবে তাই সই
. দরিয়া থেকে গাঙে ফিরে
. এবার পট নাচিয়ে
. চৌদুনে
, কি রকম চব্বর বাধিয়ে দিই দেখো ||

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *