দোটানার ভেতর অগোছাল বন্য টানাটানিতে
দুঃখগুলো সব জমে বরফ।
একটু তাপ-উত্তাপের আশায় আছি বসে,
গলবে, ঠিক গলবে, গলতে গলতে
তারপর মুঠি ভর্তি শুধু জল, জল নিয়ে
ধুয়ে যাবে ফেলা আবিল আসন।
কি যে হঠাৎ ঘুরপাক খেয়ে গেল নেবে
স্পাইনাল কর্ড বেয়ে!
ধমকে উঠল আত্মা, এই সুবর্ণ সুযোগ
পায়ে পায়ে ঠেলে দিতে করছে বারণ।
দোমনার ভেতর এমনতর এক উত্তরণে
প্রান্ত থেকে প্রান্তরে প্রান্তরে
ছড়িয়ে যায় চেতনার গোপন তন্তুগুলো,
বেঁচে ওঠর সহজতম চওড়া উদ্যানে
বেঁধেছি পিঠে কুলো,
যেতেই হবে এখন, যেতে হবেই
শুকনো পাতাগুলো দৃঢ়তায় মাড়িয়ে।
এমন সংলাপ, এমন সংকল্প
কন্দরে অন্দরে তোলে দারুণ হিল্লোল,
আবার আবার আবার এমত স্রোতধারায়
কুলকুল কুলকুল বয়ে যায় শুধু জল আর জল।