আষাঢ় শেষ, এসেছে শ্রাবণ
জলের রূপোলী শস্য দেখে
বাজারে গিয়ে দর করলাম
সাধ্য আছে কার তাকে ছোঁবে?
দুই হাজার কিলো দাম তার
মধ্যবিত্তের নাগালের বাইরে
তবে বর্ষায় হবে ইলিশ উৎসব
জেলেরা জাল ফেলে গঙ্গায়।
জেলে ডিঙি সামনে এগোয়
বৃষ্টি মাথায় করে মধ্য রাতে
রূপোলী রাণীর খোঁজে সতর্ক
রাতের আঁধারে থাকে ধীবর
লাফিয়ে লাফিয়ে পড়ে জালে
জেলেরা প্রাণপনে অন্ধকারে
দড়ি ধরে টানে জাল খুশি মনে
জানে ঘরে আসবে অর্থকরী।
ঘরে ঘরে কত যে বাঙালি ধনী
যাবে ইলিশ রাণী অহংকারে
হোক না মোটে পকেট ফাঁকা
আছে যে তাদের কালো টাকা।