চিবুকে জমিয়ে রেখেছ একমুঠো বসন্ত,
একাকী অধর দিনের তন্ময় আলোয় স্নিগ্ধ,
পদ্মপাতার সুখ চাইনি আমি,
জলরেখায় তাই রাখিনি ছলাত ছলাত ঢেউ……
একাকীত্ব উপচে পড়ে যে পথের বাঁকে,
সুখপাখি জারি করে বসে আছে বিপুল নিষেধাজ্ঞা,
ফেরার পথেও লালিত স্বপ্ন গ্রহনযোগ্যতায় ভোগে,
অবহেলার রেশ তবে ধরে রেখো চিবুকের অন্তরালে।
এক হলুদ বসন্তে আমাকে এনে দিতে পারো কৃষ্ণচূড়ার ফাগুন,
দুচোখের আলপথ ছুঁয়ে অনেক হয়েছে নোনা জলের চাষবাস,
এঁকে রেখো একটি সীমিত অধ্যায়ের সূচনা,
সম্মোহনী কালো টিপে খেলা করবে সন্ধির ব্যাকরণ।