আকাশের নীল নীলিমা সাগরের বুকে
নোনা জলের উর্মিমালা অশেষ উচ্ছ্বাসে,
রং রঙের পানসি চরৈবেতি ভাসে
জীবন কাটে বাঁধনহীন অফুরন্ত উল্লাসে।
সৈকত জুড়ে বালির অস্থির সংসার,
নারকেল ঝাউ কেয়াবন সারি সারি,
ঝিনুকের মাঝে মুক্তো রত্নের সম্ভার
গাঙচিল পাখা মেলে দিগন্ত প্রসারি।
চন্দ্র সূর্য গ্রহ তারা সারে পরিক্রমন নিজ কক্ষপথে,
মরু প্রান্তর গিরি পাহাড় বনানী নদী সাগর ঝর্ণা এই ধরিত্রীর বুকে একসাথে,
ঋতুর বৈচিত্র্যে ভরপুর প্রকৃতির আপন খেয়ালে,
ভেসে আসে মহাসাগরের বুকে স্রোতের আবেগী অন্তরালে,
মানবিক বন্ধন গেয়ে চলে সাম্যের বাণী মহামিলনের গানে ,
এই মৃত্তিকা এই ভূমি এই জলরাশি একই শিকড়ের টানে মাতে ঐক্যতানে।