ঋতুচক্রের আবর্তনে বসন্ত এলেই,
মনের ঘরে রঙের দোলা লাগে।
কুহু সুরে কোকিল ডাকে,
পলাশের বনে আগুন রাঙা ফুলেরা হিল্লোল তোলে।
লাল কৃষ্ণচুড়া আর হলুদ রাধাচুড়ার আকাশে মধুর ভাষায় প্রেম জমে।
তুমি থেকো চির বসন্ত হয়ে
আমারই অন্তরে।
ক্ষণিকের ত্বরে আসো বলেই,
কবিরা তোমায় নিয়ে কবিতা লেখে।
জানি তোমার বড্ড একঘেয়ে লাগে,
কিন্তু প্রিয় তুমি যে বসন্ত!
তোমার সঙ্গে দোল খেলতে ইচ্ছে করলে,
কল্পনায় তোমায় নানা রঙে রঞ্জিত করি,
জলছবি আঁকি।
যত রঙ ঢালি, সব রঙ মিলেমিশে, উজ্জ্বল সাদা রঙে ফিরে আসি।
চেয়ে দেখি আমার কবিতার পাতায়,তোমারই জলছবি!