জলছবি ধরা থাকে তারায় তারায়
জল বেয়ে নেমে আসে পাতার ধারায়
নেমে আসে যতবার ততোবার ভাসে
জলে ধোয়া নাম তবু বাঁচে নিঃশ্বাসে
নিঃশ্বাস চেনে তাকে দীর্ঘশ্বাসে
পাড়ভেজা রাত্রিতে জোনাকির বাসে
এই ভাসে এই ডোবে অতলে হারায়
ডেকে ফেরে চেনা নাম পাড়ায় পাড়ায়
থেমে যায় ডাকাডাকি নীরব সাড়ায়
গলা চেরা ছেঁড়া স্বর থমকে দাঁড়ায়
ভেসে থাকা একফালি জলেতেই হাসে
হাঁপ ধরা জল চাপ ঝরে যায় ঘাসে
ঘাসেদের বুকে মেঘ ভাঙে আশ্বাসে
ভাঙা চরে আছে ঘর এই বিশ্বাসে
আশ্বাসে ভাসে মেঘ সীমানা ছাড়ায়
জলছবি ধরা থাকে বটের চারায়…