শীতের হিমেল বাতাস স্পর্শে হলুদ পাতার খসে পড়া,
ঝরাপাতাদের চুপকথা হায় পড়েনা কারোর চোখে ধরা।
বিবর্ণতায় বিষন্নতায় জর্জরিত যে হৃদি তার,
মর্মর সুরে যায় চলে যায় কোন্ সুদূরের পারাবার।
আহত মনের অন্তরালেই স্তব্ধ সকল মন কথা,
হতাশার ঘরে স্বপ্ন নীরবে সয়ে চলে যত চুপ ব্যথা।
দীর্ঘশ্বাসে বিজন প্রহরে ধূলিধূসরিত হয়ে চলা,
ঝরাপাতা সব রিক্ত হৃদয়ে নিভৃতে হয় পদ দলা।
সমাজের মাঝে এমন কতই ঝরছে অকালে পড়ে ফাঁদে,
জীবনের হার কতরূপ ছলে মূক হয়ে সেই হিয়া কাঁদে।
যুগে যুগে বহু ঝরাপাতাদের যাতনার লেখা ইতিহাস,
প্রস্তর চাপা দুনিয়ার পরে অবহেলা সহে বারোমাস।
মানব মনের চুপকথা যত অসহায় হয়ে কাল স্রোতে,
হারিয়ে যে যায় ছলচাতুরীর কপট চালের দুখ পথে।
প্রাপ্তির ঝুলি জোরালো বিষাদে অসারতা লাগে চারিধার,
কালের ভেলায় নিশ্চুপ চলা দিশেহারা মন জেরবার।
অস্তরাগের শেষের বেলায় রোজের কাহিনি ব্যথাতুর,
ভব সংসার রঙ্গমঞ্চে ক্ষত বিক্ষত হিয়া পুর।
অবমাননার চুপ কান্নায় মন কেমনের ধারা সনে,
হারিয়ে যাওয়া কতই অতীত গুমরে নিবিড় নিরজনে।