দুনিয়ায় শুধু ছাগল ভর্তি
সকাল সন্ধ্যা দেখি ছাগলেরই কীর্তি
ছাগল ঘোরে মাঠে-ঘাটে; ছাগল ঘোরে ঘাসে
সভ্যকালের ছাগলগুলো অসভ্যতায় ভাসে বারো মাসে,
এই ছাগলদের পাল্লায় পড়ে পাগল গুলোও ছাগল হল
পাগল হওয়ার আরাধনায় যারা মেতে ছিল
তাদেরকেও দুমড়ে-মুচড়ে ছাগলগুলো খেয়ে নিল,
এখন পাগল ছোটে ছাগল হয়ে
ছাগলগুলোও মোষের সমান
ছাগল পাগল মিশে যেন এক দোকানের ভুসি মাল,
এই ভুসি মালেরাই দেশ চালাচ্ছে
সাধু সন্ন্যাসীরা ভয়ে পালাচ্ছে
ধূর্ত বাজে সমাজ যখন পরিপূর্ণ
হতাশা পূর্ণ মানুষ দেখছে দেশটা আজ জড়াজীর্ণ।