চালচুলোহীন বেজায় বেঠিক গতির পিঠে
সওয়ারী হয়ে দুই চোখেতে সুর্মা টেনেছি,
ভালো বা মন্দ জানা-অজানার গোলকধামে
অনেক অনেক মূল্যে একমুঠো ধুলো কিনেছি।
অবশ অলস ছায়ায় তিলে তিলে বেড়ে
ধুতরো ফুলের অগণিত হচ্ছে চাষ,
অনাবাসী রাতদিন আরামকেদারায় বসে
সহজেই ছড়ায় দীর্ঘ দীর্ঘতম দীর্ঘশ্বাস।
দাসখত লিখে জীবনের এই মরণখেলা
আজও হলো না অন্তিম কুশীলব,
বরং ঠেলেছি বেনোজলে সব সম্ভাবনা
পিঞ্জরে রেখে দিনে ও রাতে জরদগব।