কিছু কথা থাকুক না বলা বাকি,
সব কথা নাই বা উজাড় করে বলে হালকা হওয়া।
তার চেয়ে বরং জমা কথারা,
অপেক্ষা আর অভিমানের প্রলেপ মেখে,
বিন্দু বিন্দু করে ভরাক আমার গভীর গহন হৃদয় প্রকোষ্ঠ।
একান্ত নিজস্ব যে ছোট্ট হৃদয়ের অলিন্দ,
সুসজ্জিত করে রাখবো না হয়,তোমার প্রিয় ওই আকাশ নীলে।
যে হৃদয় আর মন জানালা,
ঝোলাবো তাতে মনোমুগ্ধ কর ঝালর।
টুকটুকে লাল কার্পেট মেঝেতে থাকবে তোমার জন্য পাতা
ছোট্ট সুন্দর ভেলভেট সোফা।
যদি কখনো আসো বিশ্রাম নিতে,
পাশে রাখা মাটির কুঁজো থেকে গড়িয়ে পান করাবো তোমায় ঠান্ডা জল।
তারপর জমা শব্দ ভান্ডার থেকে চলবে আমাদের অনর্গল কথার স্রোতে আড্ডার মৌতাত।
এভাবেই দীর্ঘজীবি হোক আমাদের অনাবিল বন্ধুত্ব।
আক্ষেপ নয় এক মুহুর্ত, হারিয়ে যাওয়া,নিজেকে হারিয়ে ফেলার।
নাই বা প্রতিদিন সব কথা হলো বলা,
কিছুটা থাক এভাবেই সুন্দর করতে আগামী,
আমাদের পারস্পরিক বোঝাপড়ায়।