ফেসবুকেতে পেলাম যতো
বন্ধূ–বোন-ভাই-সুজন
জন্মান্তরে কি তাদের সাথে
ছিল কোন—হৃদয়-বাঁধন !
নইলে ,কেন বসলো ওরা
আমার মনের আঙ্গিনায় জুড়ে
আকাশভরা প্রীতির মালায়
আমায় কেন রাখলো ঘিরে !
সকাল–দুপুর–সাঁঝে–রাতে
নিত্য ওদের আলাপন
মাতিয়ে তুলে আবেশেতে
পরাণ খানা আমার যখন
জীবন নামের পান্থশালায়
আমরা সবাই অতিথি
টলমলে জল পদ্মপাতায়
তবুও জীবন গাঁথে গীতি
ফের কখনো জন্মলয়ে
আসি যদি ধরার বুকে
বর্ণমালার আঁখর হয়ে
থাকিস তোরা আমার বুকে ।