“এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর “
আমি এক এক পূর্বজন্ম পেরিয়ে
ভিন্ন ভিন্ন উত্তরজন্মে পৌঁছোই
একই জীবনবৃত্তে অসমান পরিধি বিন্দুবীজ
বোনার ইচ্ছেঘাম ফুরোয় না
আমার অস্তিত্বের ডাকমুদ্রা বদলায়
প্রথম নামের বর্ণস্বাদ আঁতুড় আশ্রম থেকে
শবশংসার জানালা অবধি অবিকল থাকে
টন টন বোধের ভারে অভিজ্ঞ মস্তিষ্ক বিকেল
বৃদ্ধ বটফলের চেয়েও ভারী হয়
শিরা ওঠা শ্বাসের দু’ চোখে ভাসে
নবজাতকের স্মৃতির শূন্যতা
তবুও এক আশ্চর্য আলোর টানে আমার
অবিচ্ছেদ্য জন্মদ্বীপপুঞ্জ ছায়ার বয়স বাড়ে না