টাপুর টুপুর বৃষ্টি নুপুর পদ্মপাতায় জল
তাই না দেখে রুমির দুচোখ কান্না ছলছল
বলি খুকু কাঁদিস কেন কি হয়েছে বল?
বৃষ্টি পড়ে ভিজিস কেন বাড়ির ভিতর চল।
দপদপিয়ে চলল খুকু নাড়িয়ে ঝুঁটিখানা
তার ওপরে সাজিয়েছে গাঁদা একখানা
বলি রুমি সাজন গুজন বেশ লাগছে খাসা
দিদির ওড়না শাড়ি করে গায়ে দিয়েছে ঠাসা
টুকটুকে ঠোঁট কাজল নয়ন হাতে বটুয়া দেখি
মস্ত একখানা হাইহিল জুতো পায়ে তোর একি!
পড়বি তুই হোঁচট খেয়ে খুলে ফেল মা ওটা
শুধু শুধু ঝামেলা হবে ভুগবে বাড়ি গোটা।
ঘাড় বেঁকিয়ে চোখ কুঁচকে বলল খুকু রেগে
পড়ছে কেন পাজি বৃষ্টি থামতে বল আগে
না বলে কয়ে আসা যাওয়া অবেলায় কেন শুনি
ভেস্তে গেল জন্মদিন আসবে কি ফাল্গুনী?
বুঝিয়ে শেষে নিলাম হেসে কান্না যদি থামে!
বলি রুমি কাঁদিস না আর, বৃষ্টি গেছে থেমে।