ভেবে দেখ জগন্নাথ,
সবই জনতার হাত,
জনতা আছে তাই,
তুমি জগন্নাথ।
জনতার জন্যে তোমার
মহিমা প্রচার,
জনতার জন্যে জোটে
নানা উপাচার।
জনতা বসায়ে তোমায়
ওই রথোপরে,
জনতা-ই টানে রথ,
রথ-রজ্জু ধরে।
বিরোধীরা হেসে ঠুঁটো
জগন্নাথ কয়,
ভক্ত- জনতা তবু
জয়োধ্বনি দেয়।
রথযাত্রা মিটে গেলে
তুমি যাও চলে,
ফিরে ও দেখ না চেয়ে
জনতা কি বলে !
জনতা না থাকলে বলো
কে চিনতো তোমায়,
ঠুঁটো জগন্নাথ বলে
হতো পরিচয়!
জনতা-ই জনার্দন,
সব-ই তার হাত,
জনতা আছে তাই,
তুমি জগন্নাথ!