তুমি মোর সৃষ্টিকর্তা,জন্মদাতা পিতা,
দেখায়েছ পৃথিবীর,নতুন আলোক।
পালন করেছ তুমি, ওহে মোর ত্রাতা,
তুমি পিতা আমি পুত্র, অবোধ বালক।
শিশুরূপে যেইদিন,এসেছিনু ভবে,
মুখে নাহি ছিল ভাষা,দেহে নাহি বল।
ক্রন্দন করেছি কত, অসহায় ভাবে,
সেদিন তুমিই ছিলে,সকল সম্বল।
মলমূত্র গায়ে মেখে,করেছ লালন,
করো নি কখনো ঘৃণা,বারেকের তরে।
প্রতি দণ্ডে পলে মোরে,করেছ পালন,
দিয়েছো অগাধ স্নেহ, মোরে প্রাণভরে।
অসুখে বিসুখে তুমি, নিশিদিন জাগি,
শত কষ্ট সহিয়াছ, শুধু মোর তরে।
ত্যজিয়া সকল সুখ , তব পুত্র লাগি,
মানুষ করিলে তারে , ধরণীর ‘ পরে।
মানুষ করিতে মোরে, যাহা প্রয়োজন,
দিয়েছিলে অকাতরে, যথা সাধ্য তব।
আজি আমি বুঝিয়াছি,সেই আয়োজন,
কি কঠিন ছিল তাহা,করি অনুভব।
তোমার এ ঋণ আমি, জনমে জনমে,
পারিবো না ওহে পিতঃ,কখনো শুধিতে।
আশিস করহ মোরে,প্রতি ক্ষণে ক্ষণে,
মম মতি থাকে যেন,তব চরণেতে।