নারী
তুমিও নারী আর আমিও নারী
তবুও তোমার আমার পার্থক্য বিস্তর –
তুমি বাঁশ, খড় আর মাটি দিয়ে তৈরি
কুমোরটুলির কোনো শিল্পীর কল্পনা
আর আমি রক্ত মাংসের মানুষ
স্বয়ং ঈশ্বরের কল্পনা!
তুমি কারো দুঃখে কাঁদো না আর
কারও খুশিতে হাসো না!
কারো কষ্টে তোমার হৃদয় বিগলিত হয় না –
তবুও তুমি সবার মা, সবার পূজিতা দেবী
আর আমি কষ্ট হলে কাঁদি, আনন্দ পেলে হাসি —
কারো কষ্টে আমার মন উথাল -পাতাল হয় ,
তবুও অবহেলিত আমি!
তবে তোমার ঐ শরীরে যদি প্রাণ থাকতো
তুমিও অবহেলিত হতে !
ভাগ্যিস তুমি মাটির প্রতিমা –
তাইতো তুমি সবার মা, সবার পূজিতা দেবী
জগৎজননী
অসাধারণ লেখনী সুপ্রিয় কবি, এক কথায় অনবদ্য কবিতা সুধী, কবিতা পাঠ করে মুগ্ধ, শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা নিরন্তর সুপ্রিয় কবি ✍️✍️✍️???