জগদীশ বর্মণ
লেখক পরিচিতি
—————————
নাম : জগদীশ বর্মণ
জগদীশ বর্মণের জন্ম ১৯৪৮ সালের ২৮শে জানুয়ারি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার মির্জাপুর গ্রামে।ছোটবেলা কেটেছে সেখানেই এবং প্রাথমিক পড়াশোনা সেখানেই করেছেন।তারপর ভারতের মেঘালয় রাজ্যের পশ্চিম গারোপাহাড় জেলার ডালু নামে এক গ্রামে বেড়ে ওঠা। ডালুতে অষ্টম শ্রেণী পড়ার পর আসামের বরপেটা জেলা থেকে মাধ্যমিক ও আই এ পাস করেন, তারপর গারোপাহাড়ের ‘ তুরা গভরমেন্ট কলেজ’ থেকে স্নাতক হন।পেশায় তিনি ছিলেন একজন শিক্ষক।দীর্ঘদিন তিনি ‘ ডালু গভরমেন্ট ইংলিশ হাই স্কুল’ এর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।
কর্মজগতের বাইরে তিনি ছিলেন একজন কবি, গল্পকার, শিল্পী ,গবেষক, সমাজ সেবক এবং রামকৃষ্ণ আশ্রমের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ।স্কুল জীবন থেকেই তিনি লেখা লেখি করতেন ,ছবি আঁকতেন এবং গান গাইতেন। ব্যাঞ্জো বাজাতেন অসাধারণ ।পরবর্তীতে রামকৃষ্ণ আশ্রম ,মঠ ও সেবা সংঘের নানা সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি এবং কিছু সহৃয় ব্যক্তির প্রচেষ্টায় গারোপাহাড়ের ডালু গ্রামে গড়ে তোলেন রামকৃষ্ণ মন্দির ও স্কুল যা ‘ডালু রামকৃষ্ণ সেবা সংঘ’ নামে পরিচিত এবং এই সেবা সংঘের প্রথম সম্পাদক হিসেবে তিনি দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।তিনি রামকৃষ্ণ ঠাকুরের ওপর অনেক গান রচনা করে নিজেই সুর করে গেয়ে গেছেন।এসবের পাশে লেখা লেখি এবং বিবেকানন্দের ওপর গবেষণা মূলক পড়াশোনা করতেন প্রচুর । স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা থেকে অনেক পাঠ তিনি স্থানীয় গারো ভাষাতে অনুবাদ কার্যে মূখ্য ভুমিকা গ্রহণ করেছিলেন এবং চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন থেকে তা প্রকাশ করেছিলেন যাতে মেঘালয়ের গারো জনজাতি বিবেকানন্দের বাণীর শিক্ষণীয় বিষয় গুলো জানতে পারে।১৯৮২ সালে উনার প্রথম কাব্যগ্রন্থ ‘অন্তরের অজন্তায় ‘ প্রকাশিত হয় । প্রতিটি বর্ণের অনুপ্রাসে লেখা এই কাব্যগ্রন্থ এবং যতদূর জানা যায় তিনিই প্রথম বাংলাভাষায় এই ধরনের কাজ করেছিলেন। ১৯৯০ সালের কলকাতার বই মেলায় বইটি পশ্চিমবঙ্গ সরকার কতৃক বিশেষ ভাবে প্রশংসিত হয় এবং সরকারী গ্রন্থাগার গুলোতে বইটি সংরক্ষণের ব্যবস্থা করা হয়। কলকাতার ‘রূপকথা’ সাহিত্যগোষ্ঠীর আয়োজিত সর্বভারতীয় কবিতা প্রতিযোগিতায় তিনি সন্মানিত হয়েছিলেন।উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন পত্র পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। কলকাতার শুকতারা, নবকল্লোল, সাহিত্যরূপা, যুগচেতনা, রূপকথা , নবীনের স্বপ্ন প্রভৃতি ম্যাগাজিনে নিয়মিত বা অনিয়মিত ভাবে তাঁর লেখা বেরতো। জীবনের শেষদিন পর্যন্ত তিনি নানা সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ২০১৩ সালের ৩ অক্টোবর তিনি পরলোকগমন করেন।
লেখকের সৃষ্টি
উৎফুল্ল উরস || Jagadish Burman
ঊষার উদয়েউল্লসিত উর্বী,উদ্যানে উদ্যানেউৎফুল্ল উৎপলের উপঢৌকন !উহাতে উপনীতউচ্ছলযৌবনা উর্বশী !
এণাক্ষী এলোনা || Jagadish Burman
এলোনা,এণাক্ষী এলোনা ।একাকী একান্তেএই এঁধো এতীমখানায়এণাক্ষীর এন্তেজারি’ এতকাল !এলোনা-এণাক্ষীর একটিও
কামনার কাকুতি || Jagadish Burman
কুসুমাকরে কুসুমকুন্তলা কাননকিংশুক কেমন কান্তিমান !কলাপ-কলাপিনীর কুহকী কেকাকোকিলার কুহু কুহু
কহিব কেমনে || Jagadish Burman
কুন্তলে কালো কাদম্বিনীকপোলে কমল কোরককম্বুগ্রীবায় কনক কণ্ঠাভরণকপালে কুমকুমকত কমনীয় !
খেদ || Jagadish Burman
খোলতাই খগোলখরস্রোতা খলখলায়খুশী খোদ্যোত খাঁচায় খেদে খঞ্জন ।খসানো খোঁপায়খুঁজি খোশবায়খণ্ডিত
গাত্রদাহ || Jagadish Burman
গোধূলির গৌরিক গগনেগলানো গেরুয়া গুলালগোলাপ গন্ধরাজের গন্ধেগন্ধবহ গর্বিত।গোলোকে গন্ধর্ব গীত
ঘনাগম ঘনালো || Jagadish Burman
ঘনাগম ঘনালোঘনঘোর ঘনঘটা,ঘনকৃষ্ণ ঘুটঘুটে ঘরেঘেরিল ঘনান্ধকার । ঘাড় ঘুরায়ে ঘরণীরঘুচানু
চন্দ্রমুখী || Jagadish Burman
চৌদোলায় চলে চন্দ্রমুখীচন্দ্রিমার চারু চাঁদমুখে,চিকন চিকুরে চম্পকদামচটুল চাউনি চোখে ।
ছলনাময়ী || Jagadish Burman
ছন্দময়ীর ছটারছেপেছি ছবি,ছন্দের ছড়াছড়ি –ছিঁড়েছি ছায়াপথছুটেছি ছটফটিয়ে । ছলনাময়ীর ছলনায়ছিন্নভিন্ন
জিজীবিষা || Jagadish Burman
জীবনসঙ্গিনীর জুগুপ্সায় জ্বলি,জখমে জর্জরিত জীবন,জনমের জল্পনার জীবনান্ত । জলধির জলে
ঝোলনায় ঝুলে ঝিয়ারী || Jagadish Burman
ঝোলনায় ঝুলে ঝিয়ারীঝাঁজর ঝংকারে ঝিনিকিঝিনি ,ঝুমকো ঝলকায় ঝলমলিঝাউয়ের ঝাড় ঝুলে
তুমি তিলোত্তমা || Jagadish Burman
তুমি তিলোত্তমা-তুমি তমসায় তপন ,তোমার তপ্ত তনুতেতড়িৎ তরঙ্গ ;তুমিই তোমার
তেজিব তনুমন || Jagadish Burman
তোমার তম্বী তসবিরতমসায় তারকা ,তাকালে তপ্ত তনুমনেতাথৈ তাণ্ডব । তোমার
দুঃসহ দহন || Jagadish Burman
দীঘির দীপ্ত দর্পণেদিগন্তের দিনমণির দীপ ,দাড়িম্বে দোয়েল দেয় দোদুলদখিনায় দোলে
দিয়েছো দাগা || Jagadish Burman
দিয়েছো দুঃসহ দাগা ,দুখের দহনেদহি দিবানিশিদিল্ দিশেহারা দৈব-দম্ভোলিতে দিল্ দগ্ধ
নিভৃত নিকুঞ্জে || Jagadish Burman
নিশুতি নিখিল ,নিথর নীরধির নীর ,নীরদে নিমজ্জিত নিশাকরনিবুনিবু নক্ষত্র নভে
নিষ্প্রভ নয়নদীপ || Jagadish Burman
নিঠুর নিয়তির নির্মম নির্দেশেনিহত নিরুপমা ।নিজ নিকেতনে নির্বাসিতনিঃসঙ্গ নিঝুম নিশীথেনভোমণ্ডলে
প্রমত্ত পরান || Jagadish Burman
পুর্ণেন্দু প্রদীপ্ত পুষ্করে ,পল্লবিত পুষ্পের পসরাপুলকিত পরিমল ,পাপিয়ার পিউ পিউপিক
প্রিয়ার প্রতীক্ষায় || Jagadish Burman
প্রথম প্রেমের পরশপাসরিতে পারিনা ,পরানের পরতে পরতেপ্রদীপ্ত প্রিয়ার প্রতিচ্ছায়া ।পথপ্রান্তে
ফাগুন ফেরার || Jagadish Burman
ফাগুনে ফুটন্ত ফুলফাগের ফোয়ারা ,ফিঙে ফুকরায় ফিরে ফিরে ।ফাঁকা ফুলশয্যায়ফুলবালা
বিরহে ব্যাকুল || Jagadish Burman
বিজন বিপিনে বাজিছে বেণুবিলাপে বাগিচায় বিহঙ্গ বুলবুল-বাতায়নে বসি’ বিনোদিনীবঁধুয়ার বিরহে
বাঁধনহারা || Jagadish Burman
বসন্তে বসন্তদূত বাউরাবিধূর বিভায় বিভাসিত বসুধাবকুল বনমল্লিকায় বিভূষিত বাগিচাবক্ষে বিকম্পিত
বোঝেনা বারণ || Jagadish Burman
বঁধুয়ার বিমল বদনেবিম্বিত বিভাবসু ,বিম্বাধরে বহ্নি বিজুরির ,বিনোদ বেণীর বাহার
ভুলিনি || Jagadish Burman
ভুলিনি ভুলিনিভাবিনীর ভ্রুলতাভাবোন্মাদ ভঙ্গিমাভীরু ভালোবাসা । ভাগ্যের ভ্রুকুটিতেভাবনা ভারাক্রান্তভরসা ভণ্ডুল
ভরা ভাদরে || Jagadish Burman
ভরা ভাদরেভাবাবেশে ভাবোন্মাদ ,ভুবন ভরেছেভালোবাসার ভরসায় । ভাবনার ভেলাভবার্ণবে ভাসিছে
মোহিনী মূরতি || Jagadish Burman
মানসীর মোহিনী মূরতিমনের মণিকোঠায় মুদ্রিত ।মনের মণিমঞ্জুষার মধ্যমণিমনোমুকুর মাঝারে মণ্ডিত
মাতাল মনোরথ || Jagadish Burman
মোর মনের মিতামোহিনী মৃগতৃষামাতায় মজলিসমুখরিয়া মঞ্জীর । মরণ মারেনি মোরে,মাতিয়ে
মত্ত মাতাল || Jagadish Burman
মাতাল মলয়ে মহুয়ার মৌতাতমালঞ্চে মুখরিত ময়না ময়ূরমৃগাক্ষীর মৃগনয়নে মেঘদীপের মদিরামরিমরি,
যৌবনের যাতনা || Jagadish Burman
যুক্তবেণীতে যৌবনময়ীযতনে যোগালো যূথিকা ,যৌবনের যতেক যাতনা-যক্ষের যাবজ্জীবনের যন্ত্রণাযুযুৎসু যুবতীর
রূপসার রূপ || Jagadish Burman
রজনীকান্তের রজত রোশনিতেরাতে রজনীগন্ধা রূপোলী ,রবির রক্তাভ রঙিন রশ্মিতেরাধাপদ্ম রুধির
রাহীর রোদন || Jagadish Burman
রঙীন রজনীর রংমহলেরত্নখচিত রোশনাইরাশি রাশি রজনীগন্ধা ;রসালাপে রত রঙ্গিনীরহস্যময়ী রাতের
লাবণ্যময়ী || Jagadish Burman
লাস্যময়ীর লাজুক লোচনেলুকানো লাজবতীর লাজললাটে লিখিত ললিত ললামলাক্ষারসে ললনা লাবণ্যময়ী
শরমের শয়ন || Jagadish Burman
শরতের শুভ্র শামিয়ানায়শোভিত শরদিন্দু শুকতারাশতদলে শব্দিত শিলীমুখী,শিউলির শাখায় শাখায়শিঞ্জিত শুকশারী
শূন্য শয্যা || Jagadish Burman
শূন্য শোভন শয্যাশুধু শোকের শরশয্যা ।শশধরের শোভা শ্রীহীন ,শুকশারী শোকাতুর
সখারে সন্ধানে || Jagadish Burman
সুলোচনা সুপ্ত সুখ স্বপনেসুধাকরের সুধায় স্নাত সজনী,সন্ধ্যাতারা সম সমুজ্জ্বলসীমন্তে সোহাগ
সর্বাঙ্গে সমিধ || Jagadish Burman
সুনীল সাগরের সলিলেসদ্য-স্নাতা সিতাংশু সমুজ্জ্বল,সর্পিল সরিৎ সেজেছেসন্ধ্যাতারার সন্ধ্যাদীপে । সাকীর
হসন্তিকা হাসিলে || Jagadish Burman
হসন্তিকা হাসিলেহিমাংশু হাসেহিরন্ময় হ্রাদিনীহরষিত হরিণীহাসনুহানায় হিন্দোল । হসন্তিকার হয়রানিতে হায়হৃদয়ে
বিবেক বারতা বাহক || Jagadish Burman
বিবেক বারতা বাহক বীর বিবেকানন্দবিকাশিলে বিরাট বিশ্বে বিবেক বর্তিকাবিঘোষিলে বেদান্তের
অকৈতব || Jagadish Burman
লোকটা তাড়া খেয়ে ছুটে এসেঢুকেছে আমার চিলেকোঠায়পাণ্ডুর মুখটায় ওর বাঁচার
নীড়ের খোঁজে || Jagadish Burman
নীড়ে বসে একটা মা পাখিনির্লিপ্ত দুটো আঁখি মেলেধ্যানস্ত হয়ে ডিমে