আমার মনের চোরা কুঠুরিতে
এখনো দাউ দাউ জ্বলছে শান্তির নামাবলী গায়ে,
পুড়ে কাঠ হয়ে যাওয়া ভীত সন্ত্রস্ত একদল মহিলা,শিশু কন্যার স্বপ্ন দেখা নিথর দেহ!
এই তো সেদিন মার্চেই নারী দিবস পালনের আছড়ে পড়া শুভেচ্ছা স্রোত …,
এখনো কেবল তাজা নয়,রীতিমতো মনে ফিল গুড ছড়ানো গর্বিত নাগরিক বৃন্দ!
রাতারাতি মঞ্চ বেধে নারী বন্দনার এই প্রাণবন্ত মন তবে কেন বিষাক্ত লেলিহান ছোবলে এমন নৃশংস
অনাকাঙ্খিত পরিণতি!
সংসারের ধারক বাহক নারীরা সম্মান পাক এই সামান্য প্রার্থনায় উজ্জীবিত জগৎ সংসার,
এক লহমায় প্রশ্ন চিহ্নের মুখে বিপন্ন কাতর আর্তি!
নাকে আসছে দগ্ধ শরীরের পোড়া কটু গন্ধ…!
লাশ গননা, জল্পনা,কল্পনা আর বিচিত্র ভাবনায়
গতিমুখ ঘুরিয়ে দেওয়াতে মজুদ কুচক্রী বাতাস!
নারীদের গুণগান প্রশস্তিতে ছয়লাফ নেট দুনিয়ায় হঠাৎ এমন আক্রোশের আগুনে
বড্ড বেমানান দিশেহারায় মন!!
তাবলে কন্যাশ্রী,বেটি বাঁচাওয়ের রঙিন পোস্টার পাশ কাটিয়ে দাবানল !
আপন স্বকীয় স্বত্তায় রাজনীতির ঘৃণ্য নিকেশ করার চিরাচরিত ফর্মুলা!
বন্ধ হোক ঘৃণ্যতা,লাগু হোক অপরাধের চরমতম শাস্তি বিধান,
ভেসে ওঠা ক্রন্দন ধ্বনি কোল খালি না করুক কারুর,সত্যি চাইনা গনতন্ত্রের কদর্য বিজয় উল্লাস।