ছিল ছোট বেলা পড়া লেখা খেলা
খুশি মনে গেছি করে,
মাতা পিতা মিলে থাকা খুশি ঝিলে
বলে দিতো স্নেহ ভরে।
পড়া হলে শেখা খাতা নিয়ে লেখা
ভুল হলে শিখা ফিরে,
স্কুল শেষে সবে খুশি ভরা রবে
ফিরে আসা নিজ নীড়ে।
কভু পড়া শেষে মার কাছে ঘেঁষে
হাত দিলে গৃহ কাজে ,
মানা করে মায়ে ডেকে স্নেহ ছায়ে
মিঠে হাসি মুখে সাজে।
পূজো তরে ফুলে সাজি ভরে তুলে
মাকে দিতে ভালো লাগে,
চলে গেলো সেই ছোট বেলা যেই
মনে পড়ে দুখে জাগে।