মনেপড়ে ছেলেবেলার সেই সে পুজোর কথা
হৃদয়জুড়ে ভরে আছে মনের স্মৃতির পাতা।
ছিল আমার বাড়ির কাছে শিউলি-কাশের-বন
শরৎ এলে কাশের দোলায় উঠতো দুলে মন।
আকাশ জুড়ে ভাসত যখন সাদা মেঘের ভেলা,
ঢাকীপাড়ায় ঢাকের বাজনা বসত ঢাকির মেলা।
মহালয়ায়_রেডিওতে শুনতাম চন্ডীপাঠ
গ্রামের মানুষ জড়ো হতো,বসত চাঁদের হাট।
কাটতো পুজোর দিনগুলো যে মজায় ঘুরে ঘুরে,
সারাটাদিন দেখতাম ঠাকুর আমরা ভবঘুরে।
সন্ধ্যারতি দেখতাম মিলেসবাই আত্মীয়-স্বজন
ঢাকির বাজনা ধুনুচি নাচে মুগ্ধ হতো মন।
এখন পুজো,আলোররোশনাই জাঁকজমকে ভরা
ভক্তিবিহীন থিমের পুজোয় শহর মাতোয়ারা।
হোটেল রেস্টুরেন্টে ছিলনা তখন খাওয়ার চল,
মা কাকিমার হাতের রান্নায় তৃপ্তি খুশির ঢল।
দশমীর দিন কলাপাতায় লিখে দুর্গা নাম,
পুকুর-জলে ভাসান দিয়ে করতাম প্রণাম!
সপ্তাধরে চলত সবার মিষ্টি মুখের পালা,
বাড়ি বাড়ি যেতাম সবাই ঘরে দিয়ে তালা।
কবে কোথায় হারিয়ে যে সেই সোনালি কাল,
এখন পুজোয় চমক শুধু, মুখোশের আড়াল।