নেই কোন ভয় তোমার নেই ক্ষয়
নিজে পুড়ে হয়নি তোমার পরাজয়
নতুন ভোরে এসে দাও হাতছানি
এগিয়ে চলো মুছে দিয়ে সব গ্লানি।
রাতের কালো আঁধার সরিয়ে
ভোরে মায়াবী আলোয় জড়িয়ে
নিরাভরণ তোমার একক জীবন
প্রতিদিন দেখি তোমার আগমন।
ছড়িয়ে দিয়ে লাল আভাকে
ডাকছে মিঠে রোদ আমাকে
আমি থাকি চেয়ে এক পলকে
ছুঁতে চাই উদীয়মান সূর্যটাকে।