বীণাটার তার ছিঁড়ে গেছে,
আগের মতো আর মিষ্টি সুরে বাজে না।
কেমন যেন একটা বিশ্রি শব্দ হয়,
ভীষণ বিরক্ত লাগে।
তাই ছুঁয়ে দেখতে ইচ্ছা করে না।
তোমরা হয়তো বলবে,” নতুন করে আবার তারটা
জোড়া লাগিয়ে নাও!
দেখবে ঠিক আবার আগের মতো মিষ্টি সুরের
ঝঙ্কার তুলছে!”
কিন্তু আমি জানি, যে তার একবার ছিঁড়ে যায়,যতই চেষ্টা করি না কেন আগের মতো করে আর পাবো না।
হয়তো আপাত দৃষ্টিতে ঠিকঠাক মনে হবে!
একটু অনুধাবন করলেই বুঝতে পারবে,
বীণাটা প্রতিবাদ করছে,
ও বলছে,” দোহাই তোমাকে বন্ধু,
আমাকে নিয়ে আর টানাহেঁচড়া কোরো না!
আমার যে আর আগের মতো মিষ্টি সুরে বাজতে
ইচ্ছা করে না!
আমার শরীরের সব অংশের ক্ষয় শুরু হয়ে গেছে,
আমি যে অনেকটা ধ্বংসের দিকে এগিয়ে গেছি।
তোমরা আমাকে মুক্তি দাও!”
তবুও আমি বীণাটা নিয়ে চেষ্টা করে যাচ্ছি,
সুরের মূর্ছনায় ভেসে যেতে চাইছি,
বারবার অসফল হয়েছি, তবু চেষ্টা করে যাচ্ছি।
ভাবছি এবার সিদ্ধান্ত নেব, এবার ঠিক ওটাকে আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দেবো।
আর রাখবো না ঘরে কোনো আবর্জনা।
জানি না কতটা সফল হব!