হিংস্র পশুগুলো ছিঁড়ে খেয়েছে মেয়েটারে ।
মুখে অ্যাসিড দিয়েছে, চেনা যাচ্ছে না তারে ।
সারা দেহে নোখের আঁচড় ।
কুরে কুরে খেয়েছে শরীরটা ওর ।
প্রানটা এখনও, করছে ধিকধিক ।
চিৎকারে তার, শান্ত হয়ে গেছে দিক বিদিক ।
কী প্রচন্ড অত্যাচার শারীরিক এবং মানসিক ।
কেউ কি তার চিৎকার শুনতে পায়নি ,
নাকি শুনতে চায় নি !
চিৎকার করতে করতে এখন সে ক্লান্ত ।
প্রতিরোধ করতে করতে, এখন সে ক্ষান্ত ।
দেখো, অস্থির দেহটা তার, এখন কেমন শান্ত ।
হিংস্রতার নিদর্শন তার শরীরে স্পষ্ট বিদ্যমান ।
খানিকক্ষণের মধ্যেই, সে হয়তো হারাবে প্রান ।
একটু পরেই ত্তর দেহটাকে নিয়ে যাওয়া হবে মর্গে ।
সতীত্ব হারিয়ে সে বোধহয়, যেতে পারবে না স্বর্গে ।