নিরীহ নিঃসঙ্গ গাছের মতো সকাতরে
যতবার আশ্রয় চেয়েছি আমার ছায়ার কাছে
অন্ধের মতো দু’হাত ভরে
যেতে যেতে কোথায় যেন হারিয়ে ফেলেছি
নিজেকে একা একা
যেন এই খুঁজে চলা নিরন্তর
আসলে ছায়াকেই আজীবন একমাত্র বিশ্বাসী
ও একান্ত আস্থাভাজন ভেবেছি
তাই ছায়ার কাছে নিজেকে সমর্পণ করে
আজও নিরাপদ ও নিশ্চিন্ত আছি
ছায়াতেই আশ্রয় খুঁজে ফিরি আমি আজও
ছায়াও নিঃস্বার্থ সঙ্গ দেয় আমাকে
দিনরাত নিরন্তর
অনন্ত আকাশের বিস্তীর্ণ ছায়ায় ।