নশ্বর চাঁদের দিকে তাক করে আছি
সন্ধানী দু দুটো চোখ
মায়া বিদ্ধ হৃদয়
প্রতিদিন একটু একটু করে যেন বদলে যাচ্ছি
ক্রমশঃ নিজেকে
হারিয়ে যাচ্ছি মন ভালোখারাপের নিবিড় মুহূর্ত
আর রাতভর স্বপ্নের কোলাহল
কেবল দীর্ঘশ্বাসগুলো গিয়ে জমা হচ্ছে বাতাসে
এরকম অদ্ভুত অনুভূতিগুলো এই রহস্যময়তার ভেতর
খুঁজে নিচ্ছে তাদের নিরাপদ আশ্রয়
খুঁজে নিচ্ছে শরীরের ভাঁজে ভাঁজে
কোথায় কোন স্পর্শ কতটুকু আছে নেই
যেন ডেকে বলবে যে যেখানে আছো,থাকো
অস্থির সময় যাপন আরও উদ্বেগজনক
এবং ছায়াময় ।