শাবকেরা মায়ের আঁচল
মায়ের গন্ধ বোঝে,
বিপদ আসলে পশু পাখি
মানব মা’কেই খোঁজে।
মমতাতে মাতৃ হৃদয়
ছানার জন্য কাঁদে,
আঁচল দিয়ে ঘিরে রাখে
শাবক পড়ে ফাঁদে।
মায়ের কোলে শান্তির বাসা
চিন্তা মুক্ত থাকে,
নিশ্চিন্তিত জীবন যাপন
পড়ে না তো পাঁকে।
শাবকেরা মায়ের আঁচল
মায়ের গন্ধ বোঝে,
বিপদ আসলে পশু পাখি
মানব মা’কেই খোঁজে।
মমতাতে মাতৃ হৃদয়
ছানার জন্য কাঁদে,
আঁচল দিয়ে ঘিরে রাখে
শাবক পড়ে ফাঁদে।
মায়ের কোলে শান্তির বাসা
চিন্তা মুক্ত থাকে,
নিশ্চিন্তিত জীবন যাপন
পড়ে না তো পাঁকে।