জয়ের শিরোপা অথবা খ্যাতির সম্মান
কিছুই তো চাইনি আমি,
মঞ্চের মালা অথবা স্বর্ণসিংহাসন
সেটাও কখনও চাইনি আমি,
শুধু চেয়েছি স্বীকৃতি ভরা ভালবাসার অভিমান আর চেয়েছি মানপত্র,
যেখানে তোমার প্রণয়ের অনুভূতি আজীবন রবে অম্লান,
নিষ্পেষিত মনুষ্যতার ইতিহাস খুঁড়লেই,
শত শত বিষাদের ছায়া ভেদ করে উঠবে ফুটে
তোমার শুশ্রুষার জন্য নিবেদিত আমার সকল পংক্তিমালা,
আর এই আরোগ্য আবাসে
জীবনের মৃন্ময় মুখ থেকে পড়বে ঝরে
বিশুদ্ধ সঞ্জীবনী ঋতুর সৌরভ,
যার স্পর্শে অবসাদ-মোহ-মূর্ছা হবে হরণ,
প্রাণের অলিন্দে-উঠোনে-টবে হয়তোবা করিডোরে
ছড়িয়ে রবে সুস্থতার লাস্যময়ী ছাড়পত্র।