মা একটি গ্রাম
দুঃখ,দারিদ্রতা ছিল
সেও বড় সুখের
সারারাত জেগে থাকতেন
এপাশ,ওপাশ
চাঁদের অশ্রু মুছিয়ে দিতেন
বাবা তখন জমি থেকে ছুটি নিয়েছেন
আমরা অনেকগুলো ভাইবোন
নুন আনতে পান্তা শেষ
ততদিনে,অভাব লেঠেল
অন্ধকার চিরকাল থাকে না
তখনও বাড়ি ঘর ছিল
হুগলো পাতার ছাউনি
চুনখড়ি মাটির দেওয়াল
যেখানে
আমার আকাশ কে টাঙিয়ে রাখতাম