শীতের হাওয়ায় আলো ছড়ায় হলুদ গাঁদার দল,
ডালিয়া আর মল্লিকা যে খুশিতে উচ্ছল।
শীতের বনে গাছেরা সব ঝরায় পাতা গুলি,
দখিন হাওয়ার তরে তারা দেয় যে দুয়ার খুলি।।
শীতল হাওয়ায় ভোরের বেলায় লাগে দোলা ফুলে
আলোর ছোঁয়ায় রঙিন ফুলে বিধাতা ঝলমলে
ফাগুনে শিমূল আর লাল পলাশ রাঙিয়ে বসুন্ধরা
দখিনা বাতাস আমলকী বনে বসন্ত দেয় যে ধরা।