এ জমজমাট আসর
গুলজার এই মজলিশ
ছেড়ে উঠে যাব, ইস্—
নাইবা থাকল বয়সের গাছপাথর
একাশি পেরিয়ে বিরাশি
আজও থেকে গেছে অজানা
কখন জন্ম, কী রাশি
জ্যোতিষীরা ভূতভবিষ্যতের
পায় নি আদৌ ঠিকানা
যা ছিল পাওনা করেছি উশুল
চক্রবৃদ্ধিহারে
জীবনের রসে হয়ে গিয়ে মশগুল
মাথা বিকিয়েছে ধারে
ঘুম যদি পায়
চোখ বুজে শুয়ে মাটিতে
মনটাকে ভ’রে কানায় কানায়
পারি যেন নবজাতকটি সেজে
ক্ষিতি-অপ্ –তেজে
নিজেকে মিশিয়ে দিতে ||