কি আর দেখবো টেলিভিশন?
টিভির সুইজ করলেই অন
আসে ভেসে নেতার ভাষণ
সকাল থেকে রাত পর্যন্ত;
তার গুণের কীর্তন অফুরন্ত
ওহে মন্ত্রী মশাই…… ওহে চেয়ারম্যান…….
কি হলো……? কত দূর গেল…..?
কোথায় দাঁড়িয়ে আজ তোমার শক্ত হাতের শক্ত শাসন..?
টেলিভিশন দেখতে লাগে বিরক্ত যখন তখন
দেখি তোমাদেরই উৎপাত;
নেতা নেত্রীরা হয়ে চিৎপাত;দেখি এই চিত্র সারাক্ষণ
বউ ছেলেপুলের সামনে—
তোমাদের ব্যাপারে কিইবা দেবো উদাহরণ.?
দেখি হুংকার;দেখি বজ্রপাত;
দেখি চোরের উৎপাত ভীষণ; ভীষণ; ভীষণ…….