বাতাস কখন ঝড় হলো আর
বরফ জ্বলে’ আগুন ,
খুঁজতে খুঁজতে কুড়িয়ে পেলাম
এক কুঁড়িতে ফাগুন ।
ফাগুন মানেই পলাশ হু হু
শকুন্তলার জ্বর ,
প্রেমের কামে কাটছো কৃপণ
কাঁপছি অতঃপর ।
এতোই কৃপণ ? আর কোনও নাম
বসছে না দাঁড় কাছে ,
এমন করে ঝোলাও কেন
অপাপবিদ্ধ গাছে !
গাছের পাতায় চোখের পাতার
প্রথম শিশিরপাত ,
কষ্ট পেলে নীলাম্বরী ?
এই নেভালাম রাত !