হিমছায়া দুপুরেও জমে থাকে চোখের চাহিদা
বিশুদ্ধ প্রেমের দৃষ্টি পেতে নির্জনে উৎসুক তুমি ।
যাবতীয় সম্পর্কের মেঘে যত বৃষ্টি অবয়ব
শুষেছে শরীর মন , নেভেনি পিপাসা ।
লোহার বাসরে বসে যতই
সনাতন সংসারী সাজো না কেন ,
সূচ্যগ্র ছিদ্র বিষ কিংবা অমৃত
অন্তত একবার নবজন্ম দেবে ।
জীবনের যে কোনও বাঁকের ফাঁকে
লুকিয়ে আছে কালনাগিনীর প্রেম ।
তুমি আমি জেগে জেনে অবচেতনের ভানে
উশখুশ অপেক্ষায় থাকি ,
এই বুঝি এলো সেই মাহেন্দ্রক্ষণ !
অতৃপ্ত চোখ পেতে রাখি
এসো প্রেম মুখস্থ করো ।