চৈত্রের শেষ আলো অস্তমিত হয়-
গোধূলির ঘন মেঘে সন্ধ্যা নেমে আসে,
রৌদ্রক্লান্ত সকলেই বিশ্রাম চায়-
যত পাখি ফিরে চলে আপন কুলায়।
বাংলা বছর এক শেষ হয়ে যায় –
চড়কের মেলা চলে চড়ক তলায়,
সন্ন্যাসী সেবাদল সকলেই যায়,
বনবন ঘোরে কেউ চড়ক দোলায়।
মেলা বসে দুইদিন চড়ক আর গোষ্ঠ-
চৈত্র শেষে চড়ক আর পহেলা বৈশাখে গোষ্ঠ,
নতুনের কেনাকাটা নতুন বছর,
সবার মনেতে খুশী উৎসব লহর।
চৈত্রের চিতা যত জ্বালুক অনল-
উৎসবে সবে দেখি আনন্দে বিহ্বল,
কারো হাতে পাঁপর আর কারো হাতে পান-
মেলা দেখে কিনেকেটে অনেকেই খান।
জিলিপি ও তেলেভাজা গরমা গরম,
কাঁচা নয় ভাজা বাদাম ঘুগনি আলুর দম ।
শেষ হয় মাস আর শেষ এ বছর –
আবার এগারো মাস প্রতীক্ষার ক্ষণ,
চৈত্রের চিতা যত পোড়ায় জীবন –
পলাশ শিমূল শোভা মুগ্ধ প্রাণ মন ।
শিবের গাজন গাই এই চৈত্র মাসে –
ধর্ম আর শিব পুজো চলে একই সাথে,
রমজান পূর্ণ হবে এই শুভ মাসে
আনন্দে নাচে প্রাণ চাঁদ যেন হাসে।
বাঙালির বারোমাসে তেরোটি পার্বণ
খাওয়া দাওয়া আইঢাই বাঙালি জীবন ।।