মায়াবী আঁধারের ওড়না জড়িয়ে নিল রৌদ্রদগ্ধ উষ্ণ দিনটাকে।
তন্দ্রা লসা সন্ধ্যার সোনার আঁচল, আঁধার কালোর জমিনে সলমা-চুমকি-র মীনাকারি আঁকলো।
কর্মক্লান্ত দিন আঁধারের আবেগ জড়ানো স্নিগ্ধ রাতের বুকে মুখ লুকালো।
স্মৃতির কুলুঙ্গিতে তোলা রইলো আরেকটা আতর মাখানো সুগন্ধি দিন।
পূর্ণচাঁদের জাদুকরী মায়ায় ঢেকে আছে চরাচর। গন্ধরাজের সুবাস মাখা সুবাসি বাতাসটা বয়ে চলেছে—–
ক্লান্ত শরীরে আয়েশী হওয়ার আদুরে পরশ শিহরণ জাগায়!
রাত জাগা ক্লান্ত চোখে নামে শান্তি র সুপ্তি।
নিশিগন্ধার মাতাল সুবাসে রাত কাটার আভাস—–
রাতের আঁধারে ঢাকা আছে আগামীর সোনালী স্বপ্ন!
ঘুম ভাঙ্গিয়ে ভোরের আলো আনবে
নতুন দিন নতুন স্বপ্ন নতুন জীবন—-
আছি সেই অপেক্ষায়——!