আমাকে ছোট করতে এসো না
তুমি নিজেই ছোট হয়ে যাবে;
আমার মুখোশ খুলতে এসো না
তোমার নিজেরই মুখোশ খুলে যাবে;
আমার আদর্শকে আদর্শ বলে তুমি ভাবতে পারবেনা
তোমার নিজের অভ্যাসগুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে;
আমার ভুলগুলোকে ভুল মনে করে ওভাবে ঝাঁপিয়ে পড়োনা
তোমার ভুলগুলোই প্রকাশ্যে বেরিয়ে পড়বে;
আমার মানসিকতা নিয়ে কোন প্রশ্ন তুলনা
তোমার মানসিকতা আরও দ্রুত আকারে নিন্দায় ডুববে;
এভাবে কুৎসা রটিয়েও তুমি আমার সম্মানকে ঢাকতে পারবেনা
তোমার কুৎসার প্রভাব আরো আরো বেশি করে সমাজে ছড়িয়ে পড়বে;
আমার চরিত্র নিয়ে কোন প্রশ্ন তুল না
তোমার নিজের নগ্ন ও ভগ্ন চরিত্রের মহড়া প্রকাশ পাবে;
কাউকে ধমকে দেওয়ার আগে নিজেই একটু থমকে দাঁড়াও
নিজের মধ্যেই নিজের শিক্ষার অভাব আছে; সেগুলো তুমি দেখতে পাবে;
কাউকেই অত সহজভাবে বিচার করতে যেও না
বিচারের জালেই তুমি অবশেষে জড়িয়ে মরবে;
দাঁড়িপাল্লায় কড়াই গুন্ডায় মাপতে যেওনা কাউকেই তুমি
সর্বত্রই ন্যায্য দাড়িপাল্লার অভাব বোধ হবে;
হাল ছাড়া গরুর মত হেঁটে চলনা
এক সময় গোয়ালে বাঁধা গরুর চেয়েও খারাপ হাল হবে;
চলমান,ভাসমান নৌকায় বসে মাঝির উপরে খবরদারি করো না
তোমার নির্বুদ্ধিতা তোমার প্রাণ কেড়ে নেবে;
বিচার বিবেচনার সহিত জীবনকে করো চালনা
আগামী জনমেও একটি পূর্ণ মানব জন্ম ফিরে পাবে;
শুভ চেতনার হোক পুনরাবৃত্তি এই প্রার্থনা জানাই
আগামী জনমে তোমাকে যেন একজন শুভ মানব রূপে পাই;
হোক চৈতন্য সবার মস্তিষ্কে এই কামনা রেখে যাই
এসো এসো ফিরে এসো সর্বশ্রেষ্ঠ জনমে, আর কিছুই না চাই।