জীবনের জলতরঙ্গ
একাকী জয়গান
মঞ্চে নট ও নটী
অভিনয়ের অপেক্ষা।
প্রেক্ষাপট সজ্জিত
হারজিতের খেলা
আলোআঁধারি মেশানো
হার সত্যি, জয়টা অধরা।
শান্ত পরিবেশ, অশান্ত মন
মৃত্যু নিশ্চিত অনিশ্চিত ভবিষ্যৎ
জোয়ার ভাঁটায় জীবন
অর্থনৈতিক অসামঞ্জস।
চাহিদা ও যোগানের ভারসাম্যহীনতা
শিক্ষা ও অশিক্ষার অকপট মিল
পদদলিত শিক্ষা
অশিক্ষার বাড়বাড়ন্ত।
অভিনয় জগত
মিথ্যাকে সত্যের রূপান্তর
কান্নার আশ্রয় গ্লিসারিনে
হাততালিতে পূর্ণ মাল্টিপ্লেক্স।
মিথ্যা শিক্ষার বহর
মেকি ভদ্রতার মুখোশ
ছিঁড়ে বেরোনোর আশায়
ক্রমাগত চেষ্টার অভিপ্রায়
তাইতো হবেই হবে জয়।।