দুর্গা পুজো আশ্বিন মাসে
শরৎ আকাশ তুলোয় ভাসে
ঢাকের বাদ্য বাজে,
শিউলি টগর গাছের ডালে
কাশের দোলা হাওয়ার তালে
জলে পদ্ম রাজে।
উমার আসার সময় হলো
ওগো মেয়ে দুঃখ ভোলো
বিচার চাইতে হবে,
খুনখারাপি হলো মাগো
ভক্তের আর্জি এবার জাগো
নিশ্চুপ কেন রবে।
অসুর দানব নাশের পালা
আইন বিচার এখন কালা
রায়ের আশায় আছে,
বিবেক বুদ্ধি জাগাও তবে
বিচার আছে বুঝবে ভবে
শাস্তি পেলে পাছে।
আলোর খেলা জগৎ জুড়ে
ভালোবাসার স্নেহের মুড়ে
পরশ ছোঁয়া পেয়ে,
ঘরের দুর্গা শান্তি পাবে
নির্ভয়ে সব কাজে যাবে
চেয়ে আছে মেয়ে।