চেনা পথের পথিক তুমি,
পথ চলো মনের আনন্দে।
দিগন্তের ওই সুনীল আকাশ,
মেঘের বাড়ির ঠিকানা পেরিয়ে।
কলসি কাঁখে বেনে বৌ চলছে কোমর দুলিয়ে,
অন্ধ কানাই ভিক্ষে করে বাউল গান শুনিয়ে।
হরেক রকম হকারের হাঁক ডাক,নানান লোকের আনাগোনায় ট্রেন চলছে দুলকি তালে।
নিদৃষ্ট গন্তব্য এলেই যে যার মতো উঠেছে নামছে আপন ছন্দে খেয়ালে।
সবুজের সমারোহে এই পথচলায় লাগেনা একঘেয়েমি হয় না কখনো পুরোনো।
ভট্টাচার্যি মশাই জীবন কথনের গল্প লেখেন, নিত্য নতুন ঘটনার স্বাক্ষীরা সব সকলের মধ্যে ছড়ানো।
ট্রেনের তালে ছুটছে আকাশ, মেঘের ঘর-বাড়ি,
ছুটছে নদী, গরু বাছুর অসংখ্য গাছগাছালি।
দুঃখী নদীর বুকে চুপ কথাদের ভিড়ে জমছে পাহাড় প্রমাণ বালি।
হাজারো ভিড়ে দিশেহারা চোখে পথিক খোঁজে
আকাশ পথের সঙ্গী।
মেঘকন্য আসে ওড়না উড়িয়ে বিনুনি দুলিয়ে আতর গন্ধ মাখা চিরপরিচিত পথের সাথী।