প্রত্যাশিত ছিল না এই সকালের,
নেই চেনা নিস্তব্ধতা,
নেই পাখিদের মুখরিত কুজন,
সকালের আলোও আজ দিয়েছে কামাই।
আবেগটা রাখি ধরে চেনা ছন্দে,
বৃত্তের বাইরে ঘুরপাক খায় সন্দিগ্ধ আনচান মন,
এক গভীর শূন্যতায় বেসুরো গায় ব্যবহৃত জীবন,
বিনি সুতোর সম্পর্ক গুলো জড়িয়ে থাকে অস্থি মজ্জায়।
মনের ভেতর তোলপাড় সাময়িক ছন্দপতনের জের,
চলে আঁকিবুঁকি ভালোলাগার রকমফের,
পরিযায়ী পাখিদের মনে জাগে বাড়ি ফেরার তাগিদ,
আপন নীড়ে সুখছন্দে পরিজন বৃত্তের মাঝে,
প্রত্যাশার পরিধি ছুঁয়ে যাক দিগন্তের সীমাহীন দিগন্তে,
চেনা অচেনার ছন্দ ছন্দহীনের মুক্তমঞ্চে….